কুষ্টিয়া: শ্বাসরোধে মৃত্যু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন এন্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ'র।
রোববার সজিদের মৃত্যুর চূড়ান্ত ভিসেরা রিপোর্ট কুষ্টিয়া আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এতে শ্বাসরোধে সাজিদের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়।
রিপোর্ট বলা হয়, ‘শ্বাসরোধজনিত কারণে সাজিদের শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং এটি হত্যাকাণ্ডের চিহ্নও বহন করে। এছাড়া সাজিদ আব্দুল্লাহ'র মরদেহ ময়নাতদন্তের ৩০ ঘন্টা আগে তার মৃত্যু হয় বলেও উল্লেখ করা হয়’।
অর্থাৎ, গত ১৬ জুলাই বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এরপর গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়।
ভিসেরা রিপোর্ট প্রকাশের পর সাজিদের বাবা বলেন, আমরা শুরু থেকেই বলেছিলাম আমাদের ছেলে সাঁতার জানতো। সে ঐ পুকুরে ডুবে মরতে পারে না। আজ আমাদের সন্দেহ সত্য প্রমাণিত হলো। দোষীদের খুঁজে বের করা এখন কর্তৃপক্ষের দায়িত্ব। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটি আমরা অবগত নই। আমরা এ মুহূর্তে কাউকে সন্দেহ করছি না।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পোস্টমর্টেম ও ভিসেরা রিপোর্টের ফলাফলে নিশ্চিত হওয়া গেছে এটি একটি হত্যা মামলা। আমরা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাজিদের পরিবারের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।
এআর
আপনার মতামত লিখুন :