আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৯:৩৬ পিএম
আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে সদর ইউনিয়নের গাজীপুর বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে ইসলামী আন্দোলনের ইউনিয়ন শাখার সভাপতি ইমামুল শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি বেলায়েত হুসাইন হামিদী, সহ-সভাপতি হাদী জসিম, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, শ্রমিক আন্দোলনের উপজেলা শাখার সভাপতি ডা. দেলোয়ার শরীফ ও ইসলামী আন্দোলনের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনার মাধ্যমে ইমামুল শরীফকে পুনরায় সভাপতি ও দেলোয়ার হোসেন মোল্যাকে সাধারণ সম্পাদক করা হয়। পরে তাদের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম শপথবাক্য পাঠ করান।

এআর

Link copied!