কুয়াকাটায় জেলের জালে বিরল ‘অ্যাঞ্জেলফিশ’

  • কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:৩০ পিএম
কুয়াকাটায় জেলের জালে বিরল ‘অ্যাঞ্জেলফিশ’

কুয়াকাটা : পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির রঙিন সমুদ্রের মাছ সম্রাট অ্যাঞ্জেলফিশ । রোববার ১০ (আগস্ট)  কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে জেলে আনোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে।

রঙিন গা, হলুদ দাগ ও নীল-কালো মুখোশ আকৃতির নকশায় মাছটি দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন, যা সাধারণত প্রবালপ্রধান উষ্ণমণ্ডলীয় সমুদ্রে পাওয়া যায়।

মাছটির দৈর্ঘ্য প্রায় ১৬ ইঞ্চি। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, এ ধরনের মাছ আগে কখনো দেখেননি এবং একুরিয়ামের মাছের মতো দেখতে হওয়ায় অনেকেই ছবি তুলেছেন।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটি সাধারণত ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল অঞ্চলে বাস করে। বঙ্গোপসাগরের উপকূলে এ প্রজাতি সচরাচর পাওয়া যায় না। জলবায়ু পরিবর্তন ও সাগরের স্রোতের ধরণ বদলের কারণে সম্প্রতি কিছু বিরল সামুদ্রিক প্রজাতি বাংলাদেশের জেলেদের জালে ধরা পড়ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের এ বিরল মাছ ধরা পড়া জেলেদের জন্য সুখবর, কারণ এতে তাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ বাড়বে।

পিএস

Link copied!