গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।
ঢাকা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।
ওসি মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। তিনজনের মৃত্যুর কথা শুনেছি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানতে পারিনি।
পিএস
আপনার মতামত লিখুন :