তানিয়া রব

ইন্টেরিম জুলাই সনদের আইনী ভিত্তি না দিলে কোনো দল দিবে না

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৩২ পিএম
ইন্টেরিম জুলাই সনদের আইনী ভিত্তি না দিলে কোনো দল দিবে না

লক্ষ্মীপুর: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সিনিয়রসহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়। তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করবে না। 

তাহলে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে গেলো না। তাহলে আমাদের জাতি কবে মুক্তি পাবে। ছাত্ররাতো মুক্তির জন্য আন্দোলন করেছে। জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়। এটি ছাত্র-জনতার অর্জন। সে কৃতিত্ব তাদেরকে দিতে হবে। তখন আমরা রাজনৈতিক দলগুলোও ছিলাম। কিন্তু অর্জন তাদের। 

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জেএসডি লক্ষ্মীপুর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানিয়া রব বলেন, রাজনৈতিক দল যারা করে। তারা দলের বাইরে চিন্তা করে না। চিন্তা করতেও দেয়না। দলের মানুষগুলোই বেশিরভাগ সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে। 

এজন্য জেএসডি প্রধান আসম আবদুর রব বহুপূর্বে সংসদে উচ্চ কক্ষের কথা বলেছেন। যেখানে সকল পেশার ভালো মানুষগুলো প্রতিনিধিত্ব করবে। দলের বাইরে দেশপ্রেমিক মানুষের অংশীদারিত্ব থাকবে। 

সংস্কার কমিশনের সমালোচনা করে তিনি বলেন, তারা বৈঠকই করে। কোনো সিদ্ধান্ত দেয়না। ওনারা এই দল ওই দলের প্রতিনিধিদের মুখ দেখে। কিন্তু তাদের উচিত ছিল সিদ্ধান্ত দেওয়ার। তারা সিদ্ধান্ত দিবে, সেটি মানা না মানার সিদ্ধান্ত নিবে জনগণ। রাজনৈতিক দলগুলো নয়। 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেএসডি নেতা মুনসুরুল হক, মো. মন্টু প্রমুখ। 

এআর

Link copied!