ভাঙ্গায় অবরোধ তুলে নিল জনতা, স্বাভাবিক যান চলাচল

  • ফরিদপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:২৩ পিএম
ভাঙ্গায় অবরোধ তুলে নিল জনতা, স্বাভাবিক যান চলাচল

ঢাকা : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে করে ঢাকা সাথে খুলনা ও বরিশালের যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয়রা অবরোধ তুলে নিয়েছে।

জানা যায়, ফরিদপুর -৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর -২ আসনের যুক্ত করার প্রতিবাদে ওই দুই ইউনিয়নবাসী সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানায়। ওই দুই ইউনিয়নবাসী ভাঙ্গার পুকুরিয়া, মুনসুরাবাদ, নওপাড়া, হামেরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে গাছ ফেলে অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে বরিশাল ও খুলনার যান যোগাযোগ  বন্ধ হয়ে যায়।

প্রথম দফায় তারা সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় দফায় ৩টা থেকে ৬টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল, ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। এতে করে সমগ্র দক্ষিণাঞ্চলের সাথে যান যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরে যাত্রীসহ চালক ও চালকের সহকারীরা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়েসহ সব মহাসড়ক এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসী। সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয় জনতা।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জনগণের দাবি বিষয় নিয়ে ডিসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। জনগণকে আশ্বস্ত করেছি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছি। পরে জনগণ অবরোধ তুলে নেয়। তবে জনগণের দাবি বাস্তবায়ন করতে জোর চেষ্টা চালিয়ে যাবেন।

পিএস

Link copied!