হিলিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী আটক

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৭:৫০ পিএম
হিলিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী আটক

হিলি : দিনাজপুরের হিলিতে রাজনৈতিক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা গোলাম রব্বানীকে (৪০) আটক করেছে পুলিশ। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর ম্যানেজার ছিলেন বলে জানা যায়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে হিলি থেকে তাকে আটক করা হয়। গোলাম রব্বানী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকার আব্দুর রহিমের ছেলে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, দক্ষিণ বাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকার গোলাম রব্বানী সাবেক চেয়ারম্যান এর ম্যানেজার ছিলেন এবং আওয়ামী লীগের সাথে জড়িত থাকায় সন্দেহভাজন আসামি ছিলেনি। এ কারণে তাকে আটকের অভিযান চালানো হয়। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। আজকে হিলিতে আসলে তাকে আটক করা হয়। এবিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
 
ওসি আরও বলেন, তাকে আটকের খবর পেয়ে উৎসুক জনতা থানার সামনে বিকালে দীর্ঘক্ষণ বিচারের দাবিতে বিক্ষোভ করেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি গোলাম রব্বানী যে ধারায় অপরাধী তাকে সেই মামলায় চালান করা হবে।

পিএস

Link copied!