ছবি : প্রতিনিধি
নড়াইল : নড়াইল সদর উপজেলায় আমিনুর বিশ্বাস আলিফ (১৫) নামে এক ইজিভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিনারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার তুলরামপুর ইউনিয়নের দেবভোগ গ্রামের একটি পুকুরে থাকা কচুড়িপানার মধ্য থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোর আমিনুর বিশ্বাস আলিফ উপজেলার তুলরামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাস এর ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুর গত শুক্রবার রাতে তার ইজিভ্যানসহ নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে নড়াইল সদর থানায় আমিনুরের মা রোজিনা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং চাচড়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে মিনারুল জানায় ইজিভ্যান ছিনতাইয়ের উদেশ্যে সে স্পিড এর সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমিনুরকে অচেতন করে হত্যা করে। এরপর মরদেহ দেবভোগ গ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে ফেলে দেয়।
এদিন দুপুরের দিকে পুলিশ মিনারুলকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থান থেকে আমিনুরের মরদেহ উদ্ধার করে। তবে আমিনুর বিশ্বাসের ব্যবহৃত ইজিভ্যানটি নিখোঁজ রয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নিহত আমিনুর বিশ্বাসের মা জিডি করার পরপরই তদন্ত শুরু করা হয়। এক পর্যায়ে মিনারুল নামে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায় ইজিভ্যানচালক আমিনুরকে হত্যা করে দেবভোগ এলাকায় মরদেহ ফেলেছে। তার দেখানো স্থানে একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে আমিনুরের মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :