ছবি প্রতিনিধি
নেত্রকোনায় সাংবাদিকতার নামে চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী জড়িতদের বিচার দাবি করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবী নামে দুই সাংবাদিক স্থানীয়দের বিভিন্ন প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগের বাহানায় হয়রানি করছে। তারা ফেসবুকে মানহানিকর ছবি ও ভিডিও পোস্ট করে। সম্প্রতি এলাকার কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করেছে বলে এলাকাবাসী উল্লেখ করেছে।
সত্যিকারের সাংবাদিকদের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ওই দুই নামসর্বস্ব সাংবাদিকের কারণে স্থানীয় সাংবাদিকদের নামে খারাপ ধারণা তৈরি হচ্ছে। তারা অবিলম্বে এলাকাবাসীকে হয়রানি করা বন্ধ করার দাবি জানান।
অভিযুক্ত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবী দাবি করেছেন, সকল অভিযোগ মিথ্যা। তারা জানান, গড়াডোবা ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মানববন্ধন ও চাঁদাবাজির অভিযোগ, সেই মামলা থেকে বাঁচার চেষ্টা বলে তারা ব্যাখ্যা দিয়েছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :