নারিকেলবাড়িয়ার কাদা-পানিতে তলিয়ে পথ, দুর্ভোগে স্থানীয়রা

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১২:২২ পিএম
নারিকেলবাড়িয়ার কাদা-পানিতে তলিয়ে পথ, দুর্ভোগে স্থানীয়রা

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ নারিকেলবাড়িয়া গ্রামের খালেকের স্কুল থেকে আবু মেম্বার বাড়ি পর্যন্ত মাটির সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলঅযোগ্য হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি জোয়ারে রাস্তায় পানি উঠে যায়। কোথাও কোথাও বড় গর্ত ও কাদা জমে থাকে, ফলে বর্ষা মৌসুমে এই পথে হাঁটা-চলা করাও কঠিন হয়ে পড়ে।

বিদ্যালয়গামী শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার সময় ও জোয়ারের পানিতে রাস্তাটি তলিয়ে যাওয়ায় বিদ্যালয়ে যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। অসুস্থ রোগী, শিশু ও বৃদ্ধদের চলাচলেও ভোগান্তি বেড়েছে।

দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দ্রুত সড়কটি সংস্কারের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এসএইচ

Link copied!