ছবি: প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুর রহিমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা অংশ নেন।
অভিযোগে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে বড়ইচরা স্কুলপাড়া গ্রামের নির্জন একটি লিচু বাগানে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন একই গ্রামের অটোরিকশা চালক আব্দুর রহিম (৫৫)। ঘটনার পর শিশুটির বাবা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থেকেই অভিযুক্ত রহিম পলাতক রয়েছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন, এমন ঘটনার পর শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে। তারা খেলাধুলা বা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর জানান, অভিযোগের পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :