ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয়তলা ভবনের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
১৩ অক্টোবর, সোমবার বেলা ১২টার দিকে গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এই ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালের দায়িত্বরত এক আনসার সদস্য জানান, হঠাৎ বিকট শব্দ শুনে ছাদে গিয়ে দেখেন, এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, গণপূর্ত অধিদপ্তরের তিনজন শ্রমিক ভবনের ছাদে কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণে তাদের হাত-পায়ে রগ কেটে গেছে। তবে অন্য রোগী বা হাসপাতালের কোনো ব্যক্তি আহত হননি। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :