সুবর্ণচরে চুরির প্রতিবাদে ঝাড়ু মিছিল

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৭:৪২ পিএম
সুবর্ণচরে চুরির প্রতিবাদে ঝাড়ু মিছিল

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোরের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিষ্কার বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মতে, চরজব্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজগর ড্রাইভারের বাড়িতে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মানুষ একত্রিত হয়ে চুরির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পরিষ্কার বাজারে জড়ো হয়ে ঝাড়ু মিছিল বের করে। মিছিলে তারা চোরকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে স্লোগান দেয়।

ভুক্তভোগী আজগর জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এখন পর্যন্ত চোরকে ধরা যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ
 

Link copied!