হিজাব পড়া বোনদের কটাক্ষ করে রাজনীতি চলবে না: রাকসু ভিপি

  • নীলফামারী প্রতিনিধি   | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৮:০০ পিএম
হিজাব পড়া বোনদের কটাক্ষ করে রাজনীতি চলবে না: রাকসু ভিপি

ছবি : প্রতিনিধি

নীলফামারী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নীলফামারীর কৃতি সন্তান মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির প্যানেলের যে বিজয় সেখানে অনেক হিজাব পড়া বোন প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তাদেরকে কটাক্ষ করে বাংলাদেশে আর রাজনীতি চলবে না এটা সবাই বুঝে গেছে। তাদেরকে যদি কটাক্ষ করেন তাহলে তাদের বিরুদ্ধে শুধু ছাত্র নয়, সকল মানুষ প্রতিবাদ জানাবে। আমরা চাই সবাই সবার পোষাকের স্বাধীনতা পাক।

মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নিজ গ্রাম নীলফামারী সদর উপজেলার দণি দোনদরি দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

জাহিদ বলেন, ভিপি নির্বাচিত হওয়ার পর গ্রামে এসে মানুষের যে ভালোবাসা পেলাম তাতে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসার আস্থা যেন রাখতে পারি, আমার মনে যেন কোন অহংকার না আসে এজন্য সকলের দোয়া চাই। ইসলামী ছাত্র শিবিরকে সারা দেশের মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার আস্থা আমরা রাখতে চাই।

তিনি বলেন, আমরা রাকসু নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহার অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ।

স্টার স্পোর্টিং কাবের আয়োজনে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আলী হোসেনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, ভিপি জাহিদের গর্বিত পিতা মোজহারুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হান্নান প্রমূখ।

পিএস
 

Link copied!