কুয়াকাটায় রাস উৎসব: পূর্ণ প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৪:৫০ পিএম
কুয়াকাটায় রাস উৎসব: পূর্ণ প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসব, যা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি কাজল বরন দাস সাংবাদিকদের জানান, "উৎসবকে কেন্দ্র করে প্যান্ডেল সহ অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে, যাতে তীর্থযাত্রীরা আরামদায়ক পরিবেশে অংশ নিতে পারেন।" ৪ নভেম্বর রাত থেকেই সর্বাধিক জনসমাগম হবে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ, সন্ধ্যারতি, রাস রিলার আলোচনা, কীর্তন ও মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর গঙ্গা স্নানের মধ্য দিয়ে সূর্যোদয়ের সঙ্গে মূল উৎসব শেষ হবে, তবে রাসমেলা ৬ নভেম্বর পর্যন্ত চলবে।

কুয়াকাটার পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, "এবারের মেলা কিছুটা ভিন্নভাবে উদযাপন করা হবে। জেলা প্রশাসকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।"

নিরাপত্তা বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, "গতবছরের তুলনায় এবার আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। কয়েকটি টিমে ভাগ হয়ে তারা সার্বিক তদারকি করবেন।"

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, "উৎসবে পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটার গুরুত্বপূর্ণ স্থানসহ সমগ্র উৎসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।"

রাস উৎসব চলবে ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। পূর্ণিমা তিথি অনুযায়ী, সূর্যোদয়ের সঙ্গে পূণ্যস্নানের মাধ্যমে মূল উৎসব সমাপ্ত হবে।

এসএইচ 

Link copied!