ছবি: প্রতিনিধি
রাজশাহীতে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। সোমবার ভোর থেকেই শহর ও আশপাশের উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ। দীর্ঘ গরমের পর এই প্রথম কুয়াশায় ঢাকা সকাল রাজশাহীবাসীকে জানিয়ে দিল-শীত আসন্ন।
ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটছে মানুষ। শহরের বাইরে মাঠে দেখা গেছে শিশিরভেজা ঘাসে খেলায় মগ্ন শিশুদের। প্রকৃতির স্নিগ্ধতায় মুখর সকাল যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিয়েছে।
মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয়দের অনেকে বলছেন, ‘আজকের সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া টের পেলাম।’
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি। তিনি জানান, এখন থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে, বাড়বে শীতের প্রভাব।
আজকের এই প্রথম কুয়াশাময় সকাল যেন জানিয়ে দিচ্ছে-আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম।
এসএইচ
আপনার মতামত লিখুন :