ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ট্রেন আসার সময় দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করতে গিয়ে যুবকটি ট্রেনের নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনের শব্দ শোনার পরও তিনি পেরোতে চেয়েছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রাণ হারান।
খবর পেয়ে ফতুল্লা থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা অভিযোগ করেন, রেললাইন সংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা ভালো না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনেয়ার হোসেন বলেন, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং শনাক্তের চেষ্টা চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :