রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৬:১৮ পিএম
রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ

ছবি: প্রতিনিধি

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ তারাবো পৌরসভার উদ্যোগে রূপগঞ্জে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) উপজেলা খাদুন এলাকায় হাজী আয়াত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাবো পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

মেডিকেল ক্যাম্পে মোট আট শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ঔষধ বিতরণ, মেডিসিন, গাইনিওলজি, শিশু ও কিশোররোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা প্রদান করা হয়। পাশাপাশি ডায়াবেটিস এবং রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখার মেডিকেল টিমের গাইনিওলজি বিশেষজ্ঞ ডা. আজরিনা আফরিনের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া এবং শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাইমা রহমান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন জানান, “আমরা সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিসিন, গাইনিওলজি ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা প্রদান করছি। বিনামূল্যে ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করে প্রায় ৮ শতাধিক মানুষকে সেবা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে রূপগঞ্জের সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণকে এই স্বাস্থ্যসেবা পৌঁছে দেব।”

উল্লেখ্য, এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হকসহ আরও অনেকে।

এসএইচ 
 

Link copied!