ছবি: প্রতিনিধি
কৃষকের উৎপাদিত ফসলের নায্য মূল্য নিশ্চিতের দাবিতে দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জের কৃষকরা মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকা মোড় এলাকায় সড়কে আলু ফেলেন এবং মানববন্ধন করেন।
উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহনেয়াজ ফিরোজ শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।
শাহনেয়াজ ফিরোজ শুভ বলেন, “আমরা কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করি, কিন্তু নায্য মূল্য পাই না। আমাদের কষ্টে অর্জিত ফসলের মূল্য মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়। ২২ টাকা কেজি ব্যয়ে আলু উৎপাদন হলেও বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ টাকায়, যা আমাদের জন্য গুরুতর ক্ষতি। সরকারের কাছে আমরা দাবি করি, আমাদের উৎপাদিত ফসলের নায্য মূল্য নিশ্চিত করা হোক।”
এসএইচ
আপনার মতামত লিখুন :