আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় বাজার লকডাউন ঘোষণা বিএনপি নেতার, ব্যবসায়ীদের বিক্ষোভ

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১১:১৪ এএম
আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় বাজার লকডাউন ঘোষণা বিএনপি নেতার, ব্যবসায়ীদের বিক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আনিসুল হকের গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বাজার বন্ধের নির্দেশ দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরবাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মাওলা এবং তার ভাই, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুর রহমান খোকন সোমবার রাতেই বাজারের ব্যবসায়ীদের সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান বন্ধ রাখার আহ্বান জানান। তারা আওয়ামী লীগ নেতা আনিসুল হকের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এ লকডাউন ডাকে বলে অভিযোগ ওঠে।

তবে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ীরা বাজার খোলার দাবিতে খাসেরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে মাছ বাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে গোলাম মাওলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

প্রতিবাদ সমাবেশে চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ সওদাগর, উপজেলা যুবদল নেতা নুরুল হুদা, সেচ্ছাসেবক দল নেতা মজনু, জামায়াত নেতা দিদারুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী কাজী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যবসায়ীদের দোকান বন্ধে বাধ্য করা হয়েছে, যা অগ্রহণযোগ্য।”

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে চরজব্বর থানা পুলিশ। পুলিশ জানায়, ১৩ নভেম্বর ঢাকায় নির্ধারিত রাজনৈতিক সমাবেশে লোকসমাগমের প্রস্তুতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপক্ষ বাজার বন্ধ রাখার নির্দেশ দিলেও, অন্যপক্ষ তা প্রত্যাখ্যান করে বাণিজ্যিক পরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান জানায়।

এম

Link copied!