ময়মনসিংহে আগুনে চালকের মৃত্যুর ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৫:০১ পিএম
ময়মনসিংহে আগুনে চালকের মৃত্যুর ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেন নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

ফুলবাড়িয়া থানার ওসি মো. রুজনুজ্জামান জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া বাসে আগুন দেয় তিন যুবক। এ সময় বাসে ঘুমন্ত অবস্থায় মারা যান চালক জুলহাস। নিহতের ছোট বোন ময়না আক্তার ফুলবাড়িয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে এবং হত্যা মামলা দায়ের করেন।

পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিদের সনাক্ত করে পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

এসএইচ 
 

Link copied!