সরকারি কলেজের অফিস কক্ষে ভাঙচুর, ভিডিও ভাইরাল

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৩ পিএম
সরকারি কলেজের অফিস কক্ষে ভাঙচুর, ভিডিও ভাইরাল

ছবি: প্রতিনিধি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষে ঢুকে ভাঙচুর চালিয়েছে এক যুবক। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ক্যাপ পরা এক যুবক লাঠি দিয়ে অফিসের আসবাবপত্র ভাঙচুর করছেন। অন্য এক ব্যক্তি মোবাইলে ঘটনাটি ধারণ করেন। কিছুক্ষণ পর ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যান।

কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান, সকাল সাড়ে নয়টার দিকে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে ঢুকে ওই যুবক আসবাবপত্র ভাঙচুর করেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত কলেজের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অধ্যক্ষ জানান, আগামীকাল থানায় সাধারণ ডায়েরি করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙচুরের সঙ্গে জড়িত যুবক পিরোজপুর জেলা ছাত্রদলের এক সাবেক নেতা এবং কলেজটির সাবেক ছাত্র।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ তাকে ফোনে ঘটনাটি জানান। এরপর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন এই কলেজে ভাঙচুরের ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, ভিডিও প্রকাশের পর দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপ না নিলে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা তৈরি হতে পারে।

এসএইচ 

Link copied!