জেলের জালে আড়াই কেজির ইলিশ, সাড়ে ৯ হাজারে বিক্রি

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৬:০১ পিএম
জেলের জালে আড়াই কেজির ইলিশ, সাড়ে ৯ হাজারে বিক্রি

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ। মাছটি তালতলী মাছ বাজারে বিক্রির জন্য তোলা হয়েছে। মাছটি সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাগর মোহনার কাছাকাছি নকরী এলাকা পায়রা নদীর জেলে আবুল হোসেনের জালে এই মাছটি ধরা পড়েছে।

পরে মাছটি তালতলী মৎস বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলে আবুল হোসেন সাড়ে ৯ হাজার টাকায় মায়ের দোয়া মৎস ভান্ডারে মাছটি বিক্রি করে। 

তালতলী মাছ বাজারের ব্যবসায়ী আল-আমীন জানান, মাছটি তিনি খোলা ডাকে ১০ হাজার টাকায় আড়ৎ থেকে কিনে নেন। তিনি আরো জানান, মাছটি তিনি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস বাজারে বিক্রির জন্য পাঠাবেন।

পিএস 

Link copied!