ছবি: প্রতিনিধি
কক্সবাজারের রামুতে লোকালয়ে ঢুকে পড়া একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার সকালে রাজারকুল রেঞ্জের আওতাধীন ক্যান্টনমেন্ট এলাকায় স্থানীয় লোকজন প্রথম শাবকটি দেখতে পান। খবর পেয়ে বনবিভাগ ঘটনাস্থলে গিয়ে শাবকটিকে উদ্ধার করে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ বলেন, শাবকটি লোকালয়ে চলে আসার পর মানুষের উপস্থিতি দেখে হাতির দলটি শাবকটিকে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বনবিভাগ জানায়, উদ্ধার করা হাতির শাবকটি বৃহস্পতিবার দুপুরে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :