আবারো অবরোধ ঢাকা-ময়মনসিংহ রেলপথ

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৮:৫৩ পিএম
আবারো অবরোধ ঢাকা-ময়মনসিংহ রেলপথ

ছবি: প্রতিনিধি

৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে আবারও ঢাকা–ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় এই রুটের রেল যোগাযোগ। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের লাইনের উপর অবস্থান নেন পরীক্ষার্থীরা। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।

পরীক্ষার্থীরা জানান, এত দিন বিসিএস লিখিত পরীক্ষার আগে প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় মিলত। কিন্তু এই বছর শুধু নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় নির্ধারণ করা হয়েছে। তারা বলেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং বৈষম্যমূলক। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তাদের এই আন্দোলন।

পরীক্ষার্থীদের দাবি, প্রজ্ঞাপন জারি করে সময় বৃদ্ধি না করা পর্যন্ত রেলপথ অবরোধ অব্যাহত থাকবে।

এসএইচ 

Link copied!