ফাইল ছবি
টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ এনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ২২ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত তাঁরা ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগ করাদের মধ্যে ওলামা দলের ১৫ জন, বিএনপির চারজন, শ্রমিক দলের দুজন ও যুবদলের এক নেতা আছেন।
এর আগের ১২ ঘণ্টায় একই অভিযোগে উপজেলা বিএনপির সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেদসহ ১১ নেতা পদত্যাগ করার ঘোষণা করেন। এ নিয়ে পদত্যাগকারীর সংখ্যা দাঁড়াল ৩৩।
গত ২৪ ঘণ্টায় জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটির যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা হলেন- দলের উপজেলা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম, আবদুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক কায়ছারুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, সদস্যপদ থেকে ইসমাইল হোসেন, মির্জা আতোয়ার রহমান, হোসেন আলী, বছির উদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য মো. সজীব মিয়া, বজলুর রশিদ ওরফে খালেদ, আরিফুল ইসলাম ওরফে টিটু, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, গজারিয়া ইউনিয়ন যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাদাত হোসেন, দারিয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্যসচিব শামীম শিকদার, শ্রমিক দলের দারিয়াপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির সদস্য মিয়া হোসেন তাঁদের পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
পিএস
আপনার মতামত লিখুন :