বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি পানচাষ। উপজেলার বাকাল, বাশাইল, গৈলা ও রাজিহার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় অসংখ্য পান বরজ রয়েছে। দীর্ঘদিন লাভজনক এই ব্যবসা বর্তমানে চাষীদের জন্য ক্ষতির ঝুঁকি তৈরি করেছে।
চাষীরা জানিয়েছেন, পানের বাজারে হঠাৎ দরপতনে তারা দিশেহারা। উৎপাদন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় চাষীদের দিন কাটছে শঙ্কার মধ্যে।
গৈলা ইউনিয়নের পানচাষী আকবর মৃধা বলেন,বরজ তৈরির বাঁশ, দড়ি, শ্রমিক মজুরি, সার-কীটনাশকসহ সব খরচ বহুগুণ বেড়ে গেছে। অথচ প্রতি পোন পানের বাজার মূল্য মাত্র ৩০ থেকে ৪০ টাকা। কয়েক মাস আগে একই পরিমাণ পানের দাম ছিল ১২০-১৫০ টাকা। এতে আমরা শুধু ক্ষতির মধ্যে পড়ছি।
অন্য চাষীরা জানিয়েছেন, বরজে সারা বছর বিনিয়োগ করতে হয়, কিন্তু এই দর থাকলে ঋণ শোধ করা তো দূরের কথা, জীবনধারণও কঠিন হয়ে দাঁড়ায়।
বরিশাল উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় বলেন,চাষীদের প্রাপ্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া বাজার পরিস্থিতি নজরে রাখা হয়েছে।
বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান,চাষীদের সহায়তা এবং বাজার নিয়ন্ত্রণে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।
এম
আপনার মতামত লিখুন :