ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নানুপুর এলাকার এরশাদুল আলম এবং ঢালকাটা এলাকার রহমত হোসাইন। ৩০ নভেম্বর রাতে ও ১ ডিসেম্বর দিনে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার রাত ১০টার দিকে উপজেলার নানুপুর এলাকায় হঠাৎ করে ঝটিকা মশাল মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মুখোশ পরা কয়েকজন যুবক হাতে মশাল নিয়ে ব্যানারসহ মিছিল করছেন। তাঁদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাহিদকেও দেখা যায়। তিনি মুখ খোলা অবস্থায় ছিলেন।
মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপি–জামায়াতের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই মাজহার বলেন, ‘স্বৈরাচার সরকার পতনের পর থেকেই এলাকায় ঝটিকা মিছিলসহ বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছিল। নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ কয়েকটি রাজনৈতিক দলের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
পিএস
আপনার মতামত লিখুন :