ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত আট দল। আগামী শুক্রবার, ৫ ডিসেম্বর বিকেল দুইটায় ঐতিহাসিক লালদীঘি ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের প্রস্তুতি তুলে ধরতে এবং পাঁচ দফা দাবির ব্যাখ্যা দিতে বুধবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ ১৫ বছরের ‘ফ্যাসিবাদী দুঃশাসন’ জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে এবং গণহত্যা ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য। তাঁদের আত্মত্যাগের পথ ধরেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। “জনগণের মতামত ছাড়া নির্বাচন হলে তা কখনও গণম্যান্ডেটের প্রতিফলন হতে পারে না,” যোগ করেন তিনি।
মাওলানা শাহজাহান বলেন, “আমরা চাই নির্বাচন হোক সমান সুযোগের পরিবেশে—যেখানে থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড। জনগণ চাইলে ক্ষমতায় যাবে, না চাইলে যাবে না—এটাই গণতন্ত্র।”
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও ১৪ দলের ‘অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড’ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। দেশের রাজনীতি শুদ্ধ করতে হলে এদের ‘অপতৎপরতার অবসান’ ঘটাতে হবে বলেও তিনি মত দেন।
৮ দলের পাঁচ দফা দাবি মধ্যে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫ অনুযায়ী গণভোট আয়োজন; জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR পদ্ধতি) চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাগপার সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ আট দলের শীর্ষ নেতারা।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মহানগর আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, অধ্যাপক খুরশিদ আলম, মাওলানা জিয়াউল হোছাইন, জাগপার নগর সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাস এবং ডেভেলপমেন্ট পার্টির সহসভাপতি এডভোকেট আবদুল মোতালেব।
পিএস
আপনার মতামত লিখুন :