মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রাণী সম্পদ সেবা উদযাপন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ০৫:০৫ পিএম
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রাণী সম্পদ সেবা উদযাপন

মুন্সীগঞ্জ: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে মুন্সীগঞ্জে প্রাণী সম্পদ সপ্তাহের প্রথম দিবসটি পালিত হয়েছে। নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সকল মেধাবী জাতি, এই শ্লোগানটি সঙ্গে করে সাত দিনের সেবা সপ্তাহের প্রথম দিনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমী থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মানুষের জন্য আমিষের গুরুত্ব তোলে ধরে অতিথিরা বক্তব্য প্রদান করেন। জেলা প্রাণিসম্পদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান ছিলেন অতিথি অতিরিক্ত (জেলা ম্যাজিস্ট্রেট) শওকত আলি মজুমদার, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আনিছউজ্জামান, বিশেষ অতিথি সিনিয়ার এ এসপি (হেডকোয়াটার) আছাদউজ্জামান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!