জঙ্গি রিপনের প্রাণভিক্ষা নাকচের আদেশ কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক, সিলেট | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৭, ১১:৫০ এএম
জঙ্গি রিপনের প্রাণভিক্ষা নাকচের আদেশ কারাগারে

সিলেট: জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার পর সেই চিঠি পৌঁছেছে কারাগারে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতির আদেশনামা সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া জানান, ‘চিঠি পাওয়ার পর আমরা আসামিকে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার খবর জানিয়েছি। দণ্ড কার্যকরে আমরা প্রস্তুত আছি। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ও সব প্রক্রিয়া শেষ হলেই ফাঁসি কার্যকর করা হবে’।

হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান, তার সহযোগী রিপন ও শরীফ শাহেদুল বিপুলের মৃত্যুদণ্ডের রায় হলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। সেই আবেদন নাকচ হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!