বাল্যবিয়ে ও জঙ্গিবাদকে শিক্ষার্থীদের লাল কার্ড

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ০৯:৫৩ এএম
বাল্যবিয়ে ও জঙ্গিবাদকে শিক্ষার্থীদের লাল কার্ড

পিরোজপুর: জেলায় জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংকে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছে হাজারো শিক্ষার্থী। রোববার (২৩ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধে সভায় তারা শপথ এ শপথ নেন।

অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীর টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।

প্রতিবাদ সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (বিপিএম), পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!