মুন্সীগঞ্জে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৪:২৮ পিএম
মুন্সীগঞ্জে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ: জেলার সদরের পূর্ব নয়াগাঁও এলাকা থেকে মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসাবে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মোজাম্মেল ফিশিং নেট থেকে ১ লাখ টাকার মূল্যের কারেন্ট জাল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবৈধ জাল পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মৎস্য সপ্তাহ কার্যক্রমের অংশ হিসাবে অভিযান চালাই। এ সময় মোজাম্মেল ফিশিং নেট থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিকভাবে মূল্য ১ লাখ টাকা। এ সময় কারখানায় মো. মোজাম্মেলের স্ত্রী পারভীন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ধলেশ্বরি নদীর তীরে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিয়ুর রহমান উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!