রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১১:২৯ এএম
রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর: মিয়ানমারে রহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী জোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম মিঞা, সম্পাদক অধ্যক্ষ মো. লোকমান হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের দেশে ফিরিয়ে নিতে আর্ন্তজাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!