বাবার মোটরসাইকেলে চড়ে পরীক্ষা দিতে গিয়ে ছেলের মৃত্যু

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৭, ০৫:১০ পিএম
বাবার মোটরসাইকেলে চড়ে পরীক্ষা দিতে গিয়ে ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

রংপুর: বাবার মোটরসাইকেলে চড়ে পরীক্ষা দিতে গিয়ে ইটবাহী ট্রলির সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে পাশে খাদে পড়ে আহসান হাবিব নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের সদর উপজেলার চন্দনপাঠ ইউপির শ্যামপুর বৈকণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহসান হাবিব সদ্যপুস্করিনী ইউপির কাঠবাড়ি গ্রামের স্কুল শিক্ষক সেলিম রেজার ছেলে এবং শ্যামপুর সুগার মিলস স্কুলের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাবার মোটরসাইকেলে চড়ে শ্যামপুর ভিআইপি শাহাদৎ হোসেন বিদ্যালয় ও মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন ওই পরীক্ষার্থী। এ সময় শ্যামপুর বৈকণ্ঠপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় আহসান হাবিব।

এসময় গুরুত্ব আহতাবস্থায় বাবা সেলিম রেজাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দনপাঠ ইউপি পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ছেলে ঘটনাস্থলেই মারা যায় এবং বাবা স্কুল শিক্ষক সেলিম রেজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!