নড়াইলের অরুণিমায় গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়নি

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৬:৫৯ পিএম
নড়াইলের অরুণিমায় গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়নি

নড়াইল : জেলার নড়াগাতি থানার পানিপাড়ায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।

অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, প্রতিপক্ষ খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের লোকজন সংঘবদ্ধ হয়ে অরুণিময়ায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। আমাদের গাছপালা কেটে ফেলেছে। ঘর ভাঙচুর করেছে। আত্মরক্ষার্থে আমাদের নিরাপত্তারক্ষীরা ফাঁকা গুলি ছোঁড়ে। তবে আহত হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।

মিজানুর রহমান বিশ্বাস বলেন, গত দু’দিন ধরে অরুণিমার পাশে আমার জমিতে স্যালোমেশিন বসানোর কাজ চলছিল। শুক্রবার রাতে মেশিন স্থাপন শ্রমিকদের রাতের খাবারের সময় অরুণিমার কর্মীরা অতর্কিত আমাদের লোকের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমাদের লোকজনের ওপর গুলি ছোঁড়ে। এতে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আহতরা হলেন-খাশিয়াল গ্রামের আকিদুল ইসলাম, জাকির মোল্যা, রহিম শেখ, সরোয়ার ফকির, আব্দুর রকিব, কালু মোল্যা, সাবু বিশ্বাস, আলতাফ শেখ, মিজান হোসেন, নাবিল হোসেন, মেহেদী হাসান, রিপন হোসেন ও আরাফাত রহমান। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, অরুণিমা রিসোর্টের পাশে একখন্ড জমি নিয়ে অরুণিমার চেয়ারম্যান খবির উদ্দীন আহম্মেদের সঙ্গে পাশের খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এ নিয়ে এর আগে হামলা হলে অরুণিমার কর্মকর্তারা আহন হন। নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন জানান, অরুণিমায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তবে, শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!