গোসল করতে গিয়ে ৩ শিশুর সলিল সমাধি

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০১৮, ০৭:৪৮ পিএম
গোসল করতে গিয়ে ৩ শিশুর সলিল সমাধি

প্রতীকী ছবি

চাঁদপুর: মেঘনার তীরে বালি কাটার ফলে সৃষ্ট গর্তের পানিতে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ মার্চ) দুপুরে চাঁদপুরের সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাঁ বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ঈদগাঁ বাজারের গাজী বাড়ির জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (৫), স্বপন ঢালীর মেয়ে  শ্রাবন্তী আক্তার (৫) এবং বাকের গাজীর মেয়ে বাকিয়া আক্তার (৪)।

ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম খান জানান, মেঘনা নদীর তীরে বালি কাটার ফলে সৃষ্ট গর্ত পুকুরের মতো হওয়ায় সেখানে স্থানীয়রা গোসল করে। ধারনা করা হচ্ছে ওই শিশুরা সেখানে গোসল করতে গিয়ে ডুবে যায়।

পরে সেখান থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। ওই শিশুদের দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!