পাচারকালে সোনার গুড়া আটক

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ০৯:২৩ পিএম
পাচারকালে সোনার গুড়া আটক

যশোর: ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে এবার ধরা পড়েছে  এক কেজি ৭০০ গ্রাম সোনার গুড়া। এসময় আটক করা হয়েছে আলমগীর (৪৮) নামের এক পাচারকারীকে।

শুক্রবার (১২ অক্টোবর) সকালে ভারতে প্রবেশের সময় ব্যাগ তল্লাশিকালে সোনার গুড়াসহ তাকে আটক করা হয়। তার পাসপোর্ট নম্বর বিকে-০৩৮৪৮৫৪।

আলমগীর নোয়াখালী জেলার চাটখিল থানার মল্লিকা দিঘিরপাড় এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, পাসপোর্টধারী যাত্রী আলমগীর ভারতে যাওয়ার জন্য প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করা হচ্ছিল। এতে সন্দেহ হয় সেখানে কর্তব্যরত সহকারী রাজস্ব কর্মকর্তা জয়তী বসুর। ব্যাগটি তল্লাশি করে একটি পলিথনের মধ্যে এক কেজি ৭০০ গ্রাম সোনার গুড়া উদ্ধার করা হয়।

আলমগীরকে সোনার গুড়াসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!