মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নৌ ডাকাত নিহত

  • মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৯, ১১:১০ এএম
মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নৌ ডাকাত নিহত

মুন্সিগঞ্জ: জেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অন্যতম নৌ ডাকাত ও ৬ মামলার আসামি হুমায়ুন (৩০) নিহত হয়েছেন। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত ২টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ডাকাতি মামলায় গ্রেফতার হুমায়ুনকে নিয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে মুন্সিগঞ্জের মহাকালি ইউনিয়নের তালেশ্বর ব্রিজের নীচে পূর্বে থেকে ওতপেতে থাকা হুমায়ূন বাহিনীর ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে হুমায়ুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ৬ মামলার আসামি হুমায়ুন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইান ঘটনার সত্যতা স্বীকার করে জনান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য এস আই দেবাশীষ কুন্ডু ও এএসআই মিনহাজ আহত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত হুমায়ুন মুন্সিগঞ্জ  সদর থানার কালিরচর গ্রামের মৃত মোহন বেপারির ছেলে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!