রাজধানীজুড়ে ক্রমেই বেড়েছে এক অদ্ভুত ও বিপজ্জনক অপরাধ—ম্যানহোলের ঢাকনা চুরি। অলিগলি থেকে শুরু করে ব্যস্ত রাজপথ—কোথাও নিরাপদ নয় ম্যানহোলের ঢাকনাগুলো। শুধু জনগণের জন্যই নয়, এ ঘটনা সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও উদ্বেগজনক হয়ে উঠেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আবারও এই ভয়াবহ প্রবণতার দিকে নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, রাজধানীর শ্যামপুর এলাকার একটি ছোট গলিতে রাতের আঁধারে একজন যুবক একটি ম্যানহোলের ঢাকনা খুলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
নীল পলো শার্ট, অ্যাশ রঙের জিনস ও জুতা পরা যুবকটিকে প্রথমে ঢাকনাটির লক ভাঙার চেষ্টা করতে দেখা যায়। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে গেলেও তিনি থেমে থাকেন না। পা দিয়ে লাথি মেরে এবং হাত দিয়ে টেনে ম্যানহোল কভার খুলতে থাকেন। আশপাশে তাকিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন—কেউ দেখছে কি না।
ভিডিও ধারণকারী ব্যক্তি হঠাৎ চিৎকার করে উঠলে যুবকটি দ্রুত পালিয়ে যায়। ভিডিওটি ধারণকারীর সাহসিকতায় চুরির চেষ্টা ব্যর্থ হলেও, প্রশ্ন থেকেই যায়—এই চক্র কতটা সংগঠিত?
এর আগেও রাজধানীতে সিএনজি অটোরিকশা ব্যবহার করে ম্যানহোলের ঢাকনা চুরির আরেকটি ঘটনা ভাইরাল হয়েছিল। স্থানীয়রা বলছেন, দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেই।
বিপদে পথচারী ও যানবাহন
ঢাকনা না থাকা ম্যানহোল খোলা মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে পথচারী ও যানবাহনের জন্য। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কেউ পড়ে গিয়ে আহত হচ্ছেন, কেউবা মোটরসাইকেল বা রিকশা চালাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
নগরবাসীর অভিযোগ—বারবার অভিযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না সিটি করপোরেশনের পক্ষ থেকে। ম্যানহোল ঢাকনার ওপর নজরদারি, সিসিটিভি মনিটরিং কিংবা নিয়মিত প্রতিস্থাপন—কোনোটিই সন্তোষজনকভাবে করা হচ্ছে না।
চক্রটি কারা?
পুনঃব্যবহারযোগ্য লোহার ম্যানহোল ঢাকনা চুরি করে স্ক্র্যাপ মার্কেটে বিক্রি করাই মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। তবে এ চক্রের সদস্যদের এখনো সুনির্দিষ্টভাবে শনাক্ত করে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।
চুরি প্রতিরোধে করণীয় কী?
বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রতিটি এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, ঢাকনাগুলোতে বিশেষ লকিং সিস্টেম চালু এবং নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি। পাশাপাশি জনগণকেও সচেতন থেকে এ ধরনের অপরাধের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত।
এম
আপনার মতামত লিখুন :