১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী

‘তারা নির্দোষ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল’

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১১:০৫ এএম
‘তারা নির্দোষ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার পক্ষে আত্মপক্ষ সমর্থন করে আইনজীবী এম সারোয়ার হোসেন দাবি করেছেন, তারা নির্দোষ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ১৫ সেনা কর্মকর্তা যদি অপরাধী হতেন, তবে পালিয়ে যেতেন। যেমনটি শেখ হাসিনা, তারেক সিদ্দিকী বা আকবর করেছেন।

তিনি জানান, এই কর্মকর্তাদের সাব জেলে (আলাদা বন্দিশালা) রাখা হচ্ছে এবং তারা কখনোই পুলিশের হাতে গ্রেফতার হননি বরং নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

আইনজীবী সারোয়ার হোসেন দাবি করেন, একজন সাবেক আইজিপির রাজসাক্ষ্য অনুযায়ী, গুম ও খুনের ঘটনার পেছনে সরাসরি শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পৃক্ততা ছিল। এ বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে সাক্ষ্য ও নথিপত্র রয়েছে। বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আমার মক্কেলরা আত্মসমর্পণ করেছেন।

বর্তমানে মামলায় অভিযুক্ত চারজন সেনা কর্মকর্তা এখনও সক্রিয় দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, এটা আদালতের এখতিয়ার। আদালতই সিদ্ধান্ত দেবেন, তারা বহাল থাকবেন কি না।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং পলাতকদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

এম

Link copied!