ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে, নিরাপত্তা জোরদার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৯:২৬ এএম
ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে, নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সময় টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)–সংক্রান্ত গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলার গুরুত্বপূর্ণ শুনানি দিন আজ রোববার (২৩ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সকালে গ্রেপ্তার থাকা ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হবে।

আজকের কার্যতালিকায় রয়েছে—গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন দাখিল এবং পলাতক আসামি শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রপক্ষের আইনজীবী বা ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের সম্ভাবনা।

গত ২২ অক্টোবর গুমের অভিযোগের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হলে শুনানি শেষে আদালত তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে মামলার পরবর্তী তারিখ ২০ নভেম্বর ধার্য থাকলেও পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২২ অক্টোবর শুনানির দিন ঠিক করেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাবের গোপন জিজ্ঞাসাবাদ সেলে আটক অবস্থায় নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এ তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমসহ র‌্যাব ও সেনাবাহিনীর আরও বেশ কিছু কর্মকর্তা। গত ২২ অক্টোবর এ মামলায় ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আলাদা আরেকটি মামলায় জেআইসি বা ‘আয়নাঘর’ সেলে গুমের অভিযোগে ১৩ জনকে আসামি করা হয়। এই মামলাতেও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরীসহ বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তা। সেদিন তিনজনকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল।

দুই মামলায় বর্তমানে কারাগারে থাকা কর্মকর্তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মো. মশিউর রহমান, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী।

১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার সেনানিবাস এলাকার একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে। ট্রাইব্যুনালের নির্দেশনার পর থেকে গ্রেপ্তার কর্মকর্তাদের সেখানেই রাখা হচ্ছে।

এসআই

Link copied!