৩য় ধাপে আরো ৯ টি ট্রেকের অনুমোদন

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০১:১০ পিএম
৩য় ধাপে আরো ৯ টি ট্রেকের অনুমোদন

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে শেয়ার কেনা-বেচার জন্য আরো নতুন ৯টি ব্রোকারেজ হাউজ বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন কমিশন আসার পর তৃতীয় দফায় এই অনুমোদন দিল বিএসইসি। এর ফলে ডিএসইর সদস্যভুক্ত মোট ব্রোকারেজ হাউজ বা ট্রেকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫টি।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) নতুন ৯টি ট্রেকের অনুমোদন দিয়ে ডিএসইর কাছে প্রেরণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। 

নতুন অনুমোদন পাওয়া ট্রেকগুলো হলো- অ্যাসুরেন্ট সিকিউরিটিজ এন্ড ম্যানেজমেন্ট লিমিটেড, মেট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড, ক্যাল সিকিউরিটিজ লিমিটেড, এসবিআই সিকিউরিটিজ লিমিটেড (সাবসিডিয়ারি অব সোনার বাংলা ইন্স্যুরেন্স কেম্পানি লিমিটেড), উইংস ফিন লিমিটেড, ফারইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেড, ইন্নোভা সিকিউরিটিজ লিমিটেড, এবং ডিপি৭ লিমিটেড।

এর আগে দ্বিতীয় ধাপে গত ২১ জুন আরও ১৬ ট্রেকের অনুমোদন দেয়া হয়। সেগুলে হলো- এমকেএম সিকিউরিটিজ, স্মার্ট শেয়ার, বিনিময় সিকিউরিটিজ, রিলিফ এক্সচেঞ্জ, আমার সিকিউরিটিজ, ব্যাং জি জিও টেক্সটাইল, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, এসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ, বি রিচ, কলম্বিয়া শেয়ার, রহিমা ইক্যুইটি, এম্পেরর সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেডিং, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ ও এনওয়াই ট্রেডিং।

প্রথম দফায় গত ১৯ মে ৩০ ট্রেক অনুমোদন দেয় বিএসইসি। সেগুলো হলো- কবির সিকিউরিটিজ,মোনার্ক হোল্ডিংস, সোহেল সিকিউরিটিজ,যমুনা ব্যাংক সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, স্নিকদা ইক্যুইটিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, সাউথ এশিয়া সিকিউরিটজ, ট্রিস্টার সিকিউরিটজ,৩আই সিকিউরিটজ, সোনালী সিকিউরিটজ,কেডিএস শেয়ার অ্যান্ড সিকিউরিটজ,আল হারমাইন সিকিউরিটজ, মির সিকিউরিটজ,টি.কে. শেয়ার অ্যান্ড সিকিউরিটজ,এনআরবি ব্যাংক সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, আমায়া সিকিউরিটজ, প্রোটেন্সিয়াল ক্যাপিটাল, তাকাফুল ইসলামি সিকিউরিটজ,বিএনবি সিকিউরিটজ, অগ্রনী ইন্স্যুরেন্স সিকিউরিটজ, মাহিদ সিকিউরিটজ,বারাকা সিকিউরিটজ,এএনসি সিকিউরিটজ, এসএফআইএল সিকিউরিটজ, তাসিয়া সিকিউরিটজ, ডেনিস্টি সিকিউরিটজ,ক্লিসটাল সিকিউরিটজ এবং ট্রেড এক্স সিকিউরিটজ লিমিটেড।

এদিকে গত ২৬ আগস্ট নতুন ৯টি ট্রেকের অনুমোদন ছাড়াও আরও ৪টি প্রতিষ্ঠানকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় হালনাগাদ কাগজ-পত্রসহ পুনরায় আবেদন করার অনুমতি দিয়েছে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো আবেদন না করলে তাদের আবেদন বাতিল বলে গন্য হবে। প্রতিষ্ঠানগুলো হলো-গিবসন সিকিউরিটিজ, এসকিউ ও্যায়ার কেবল কোম্পানি, ফারিহা নিট টেক্স এবং সিভিসি ফাইন্যান্স।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!