পুঁজিবাজারে তালিকাভুক্তিতে সীমা অটোমেটিক মিলসের কারখানা পরিদর্শন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৮:৫৬ পিএম
পুঁজিবাজারে তালিকাভুক্তিতে সীমা অটোমেটিক মিলসের কারখানা পরিদর্শন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত করার লক্ষ্যে সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অসীত কুমার চক্রবর্তী। 

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কারখানা পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, সীমা অটোমেটিক রি-রোলিং মিলস একটি ভালো কোম্পানি। এ ধরনের কোম্পানি বাজার আসা উচিত। আমরা তালিকাভুক্তির জন্য সব রকমের সহযোগিতা করতে আগ্রহী।

পরিদর্শনের সময় সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন তাকে স্বাগত জানান।

মামুন উদ্দিন বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো ব্রান্ডিং হয়। আর ব্যাংক লোন নির্ভরতা কমে। এছাড়া ব্যবসা সম্প্রাসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য দরকারি পুঁজি আহরণ করা যায়। এক্ষেত্রে কোম্পানিগুলো আসার আগ্রহ জাগাতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান বাড়ানো জরুরি।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আইসিবি ক্যাপিটালের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমিন তালুকদার, হেড অব ইস্যু স্বপ্না রায়, চট্টগ্রাম শাখা প্রধান এএসএম মনজুর মোরশেদ, কোম্পানির উপদেষ্টা সোহরাব হোসেন, আবসারুল হক।

সোনালীনিউজ/আইএ

Link copied!