ঢাকার উদ্দেশ্যে হাদির বোন ও ভগ্নিপতি

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:৪৫ পিএম
ঢাকার উদ্দেশ্যে হাদির বোন ও ভগ্নিপতি

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ছোট বোন মাসুমা এবং ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার ঢাকার উদ্দেশ্যে গ্রামের বাড়ি ত্যাগ করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে তারা নলছিটির খাসমহল এলাকায় হাদির পৈতৃক নিবাসে অবস্থান করছিলেন। উল্লেখ্য, ওসমান হাদির বৃদ্ধা মা, স্ত্রী ও একমাত্র সন্তান আগে থেকেই ঢাকায় বসবাস করছেন।

এদিকে, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে নলছিটি শহরের খাসমহলের বাড়িতে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা ভিড় করেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পিএস

Link copied!