ঢাকা: সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাস স্ট্যান্ড -এ নতুন আঙ্গিকে র্যাংগস ইলেকট্রনিক্স - ধোলাইপাড় শোরুমের
আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
১৯৯৭ সালে ধোলাইপাড়ে যাত্রাবাড়ীবাসীর জন্য অফিসিয়াল সনি পণ্য নিয়ে সনি- র্যাংগস ধোলাইপাড় শোরুমের যাত্রা শুরু করে দীর্ঘ ২৮ বছর ধরে সেবা দিয়ে আসছে।
আজ নতুন আঙ্গিকে, আরো বড় পরিসরে ২৫০০+ স্কয়ার ফুট আয়তন নিয়ে র্যাংগস ইলেকট্রনিক্স - ধোলাইপাড় শোরুম এর উদ্বোধন হল। এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস স্টোরে।
উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক। সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ এর সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস এবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে
আলম যৌথভাবে র্যাংগস ইলেকট্রনিক্স - ধোলাইপাড় শোরুম উদ্বোধন করেন।
আরো উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
এআর
আপনার মতামত লিখুন :