ঢাকা : অন্তর্বর্তীকালীণ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ (০২ জুন) বিকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এরই মধ্যে উপদেষ্টা পরিষদ প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছেন।
অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি হবে দেশের ৫৫তম বাজেট।
বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যদিও চলতি অর্থবছরের তুলনায় ১৬ শতাংশ কমিয়ে এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা। এটি বরাদ্দের দিক দিয়ে দ্বিতীয়। বছর ব্যবধানে এ খাতের বরাদ্দ কমেছে ২০ শতাংশের বেশি।
বাজেটে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এই বরাদ্দ তৃতীয় সবোচ্চ। চলতি অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ কমেছে ৮.৪শতাংশ।
অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ন খাতে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা, স্বাস্থ্যে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৭২ কোটি টাকা, কৃষিতে ১০ হাজার ৭৯৫ কোটি টাকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি টাকা, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৮ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :