হঠাৎ স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়, জানা গেল কারণ

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৮:০৭ পিএম
হঠাৎ স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়, জানা গেল কারণ

প্রতীকী ছবি

মার্কিন সরকারের ৪৩ দিনের দীর্ঘতম শাটডাউন শেষ হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ঋণের পরিমাণ বাড়ার আশঙ্কা ও ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানোর প্রত্যাশায় বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪ হাজার ২৩৫ দশমিক ৫৬ ডলারে দাঁড়ায়। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও আউন্সপ্রতি ৪ হাজার ২৪০ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।

মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো প্যাসকাল বলেন, শেয়ারবাজারের পাশাপাশি স্বর্ণ ও রুপার চাহিদা এখনো শক্তিশালী। বিনিয়োগকারীরা ফেডের নরম নীতি প্রত্যাশার প্রভাব আগে থেকেই দেখাচ্ছে। সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক সূচকগুলোও প্রবৃদ্ধি দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা ধাতুর দামের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার শাটডাউন শেষ করার বিল স্বাক্ষর করেছেন। নতুন চুক্তির ফলে সরকার ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থায়ন পাবে। তবে এই সময়ের মধ্যে প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নতুন ঋণ যোগ হবে, যা মোট ঋণকে ৩৮ ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে।

ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, চলতি বছর অতিরিক্ত সুদহার কমানোর সম্ভাবনা কম। তবে অর্থনীতিবিদদের মতে, ডিসেম্বরের নীতি সভার আগে নভেম্বরের চাকরি ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত তথ্য প্রকাশে অগ্রাধিকার দিতে হবে। রয়টার্সের জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ অর্থনীতিবিদ আশা করছেন, ফেড আগামী মাসে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে।

বিশ্লেষকরা বলছেন, সাধারণত সুদহার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ বিনিয়োগকারীরা অনিশ্চয়তার সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন। এই বছর স্বর্ণের দাম ইতিমধ্যেই ৬১ শতাংশ বেড়েছে। ২০ অক্টোবর তা রেকর্ড ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল।

অন্য মূল্যবান ধাতুর বাজারে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৪ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে, যা ১৭ অক্টোবরের রেকর্ডের কাছাকাছি। প্লাটিনামের দাম স্থিতিশীল রয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৬১৫ ডলারে, আর প্যালাডিয়ামের দাম বেড়েছে আউন্সপ্রতি ১ হাজার ৪৮৫ দশমিক ২৬ ডলারে।

দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা নির্ধারিত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সরকারের ঋণ বৃদ্ধি, ফেডের নরম নীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা সামঞ্জস্য রেখে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে।

এসএইচ 

Link copied!