সাইবার হামলার ঝুঁকিতে ৩৬ শতাংশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০১৭, ০৩:৪৫ পিএম
সাইবার হামলার ঝুঁকিতে ৩৬ শতাংশ ব্যাংক

ঢাকা: দেশের ১৬ শতাংশ ব্যাংক অতিমাত্রায় সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।৩৬ শতাংশ সরকারি-বেসরকারি ব্যাংক উচ্চ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী মঙ্গলবার (১৬ মে) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘আইটি সিকিউরিটি ইন ব্যাংক’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা জানান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষণা অনুযায়ী, দেশের ৩৬ শতাংশ সরকারি-বেসরকারি ব্যাংক উচ্চ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, ১৬ শতাংশ ব্যাংক অতিমাত্রায় সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এসব ব্যাংকের তথ্য যেকোনো সময় চুরি হতে পারে।

বিআইবিএম-এর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকগুলোতে সাইবার নিরাপত্তা সম্পর্কে খুবই ভালো ধারণা রয়েছে চার শতাংশ, ভালো ধারণা ১০ শতাংশ এবং মোটামুটি ধারণা রয়েছে ১৬ শতাংশ ব্যাংক কর্মকর্তার। ২১টি ব্যাংকের ওপরে এ জরিপ চালায় বিআইবিএম। এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৪টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক তিনটি এবং বিদেশি ব্যাংক তিনটি। গ্রাহকদের মধ্যেও একই জরিপ চালিয়েছে বিআইবিএম। এতে দেখা গেছে, ৫৪ শতাংশ গ্রাহক সাইবার নিরাপত্তা সম্পর্কে অজ্ঞ।

এসকে সুর চৌধুরী বলেন, সাইবার নিরাপত্তার পেছনে গত কয়েক বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।সাইবার হামলা রোধে ব্যাংকগুলোকে আরো সচেতন হতে হবে। প্রত্যেক ব্যাংকে সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, সাইবার হামলায় যে কোনও সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। বিমানবন্দর, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন ইন্ডাস্ট্রিসহ কম্পিউটার নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠানই ঝুঁকিপূর্ণ।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নাজডাক টেকনোলজির প্রধান নির্বাহী মি. নাজ আহমেদ ও বিআইবিএম’র সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম। এ সময় পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেব দুলাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ/তালেব

Link copied!