ঈদ সামনে রেখে রেমিট্যান্সে রেকর্ড

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৮, ০৪:১৬ পিএম
ঈদ সামনে রেখে রেমিট্যান্সে রেকর্ড

ঢাকা : ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসী আয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি (২০১৭-১৮) অর্থবছরের মে মাসে সর্বোচ্চ ১৪৮ কোটি ২৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

গত অর্থবছরের মে মাসে প্রবাসী আয় এসেছিল ১২৬ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় বেড়েছে ২২ কোটি ডলার বা ১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) এক হাজার ৩৫৭ কোটি ৫১ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৫৫ কোটি ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স।

আলোচ্য সময়ে রেমিট্যান্স বেড়েছে ২০২ কোটি ডলার। চলতি বছরের এপ্রিলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৩২ কোটি ৭১ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এপ্রিলের তুলনায় মে মাসে প্রায় ১৬ কোটি ডলার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত (২০১৬-১৭) অর্থবছরে ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ১৪ দশমিক ৪৮ শতাংশ কম রেমিট্যান্স আসে। ২০১৭-১৮ অর্থবছরের সেপ্টেম্বর মাসে মাত্র ৮৫ কোটি ডলারের রেমিট্যান্স আসে। রেমিট্যান্স প্রবাহের মাস হিসেবে গত ছয় বছরের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন।

শুধু সেপ্টেম্বরই নয়, বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এ রেমিট্যান্স কমে যাওয়ায় উদ্বিগ্ন ছিল বাংলাদেশ ব্যাংক। পরে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগও নেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নানামুখী উদ্যোগের কারণে চলতি বছরের অক্টোবর মাস থেকে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ফেরে। গত অক্টোবর মাসে ১১৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স আসে দেশে, যা গত সেপ্টেম্বর মাসের চেয়ে ৩০ কোটি ৩০ লাখ ডলার বেশি।

রেমিট্যান্স বাড়ার কারণ হিসেবে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি এবং ঈদের ভূমিকা রয়েছে বলে মনে করছেন আর্থিক খাতের বিশ্লেষকরা।

ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে সাধারণ রেমিট্যান্স বাড়ে। কেননা, ঈদের আগে প্রবাসীরা আত্মীয়-স্বজনের কাছে টাকা পাঠায়। এ ছাড়া ডলারের দাম বৃদ্ধির কারণও উল্লেখযোগ্য। ডলারের দাম বাড়ার কারণে ব্যাংকিং চ্যানেলে বেশি টাকা পাচ্ছেন তারা।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, একক মাস হিসাবে এর আগে ২০১৪-১৫ অর্থবছরের জুলাই মাসে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর পর একক মাস হিসাবে এবারই রেমিট্যান্স বেড়েছে।

তথ্যমতে, গত মে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৯৬ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এক কোটি ২২ লাখ ডলার এসেছে। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৭৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৩৪ লাখ ডলার এসেছে।

বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৩২ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ডলার ও জনতা ব্যাংকের মাধ্যমে আট কোটি ৬৭ ডলার এসেছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Link copied!